
ফাইল ছবি
নিজের ‘ফিটনেস ও ওয়ার্কলোডে’ নজর দিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে স্টোকসের দল চেন্নাই সুপার কিংস।
বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি দলটি বলে, ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বিবৃতিতে দলটি যোগ করে, তিনি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, যেটির জন্য অবসর থেকে ফিরে আসেন। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। বেনের (স্টোকসের) ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে।
গতবারের নিলামে স্টোকসকে নিজেদের সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিলো চেন্নাই। যদিও গতবারের চ্যাম্পিয়নদের হয়ে স্টোকস মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন। হাঁটুর চোটের কারণে একাদশের বাইরে বসেই টুর্নামেন্ট কেটেছে তার।
/এনকে
 
				
				
				
 
				
				
			


Leave a reply