Site icon Jamuna Television

ঝিনাইদহে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

ফাইল ছবি

ঝিনাইদহ করেসপন্ডেন্ট:
ঝিনাইদহে শামীম হোসেন নামে সাবেক এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ঝিনাইদহের শুড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে। তিনি বাড়ির সামনে ছিলেন। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রেজা জানান, তার বুকের বাম পাশে গুলি লেগেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গুলি লাগার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, নিহত শামীম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কোনো পদে আছেন কি-না সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।

হরিণাকুন্ডু থানার ওসি মুহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।

/এনকে

Exit mobile version