গাজায় শরণার্থী শিবিরে হামাসের টানেল, অস্ত্র ও মিসাইল পাওয়ার দাবি ইসরায়েলের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করে এ দাবি করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর দ্য টেলিগ্রাফের।
ভিডিওতে দাবি করা হয়, উত্তর গাজার জাবালিয়া এলাকার একটি মসজিদের নিচে পাওয়া গেছে সামরিক কাজে ব্যবহৃত একটি টানেল। এসময় এলাকাটি থেকে অস্ত্র ও মিসাইল উদ্ধারের দাবিও করা হয়। ভিডিওতে শুধুমাত্র টানেলের প্রবেশমুখ দেখানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এটি ঠিক কোথায় পাওয়া গেছে, তা ভিডিওতে অস্পষ্ট। হামাসের ঘাঁটি আছে, এই অযুহাতে আগ্রাসনের শুরু থেকেই অবশ্য শরণার্থী শিবির ও হাসপাতালকে লক্ষ্য বানাচ্ছে ইহুদি সেনারা।
এদিন স্থল অভিযানে হামাসের ভূগর্ভস্থ টানেল, অস্ত্রাগার এবং এন্টি ট্যাঙ্ক মিসাইল উৎক্ষেপণ পোস্টসহ একাধিক সামরিক স্থাপনা ধ্বংসের দাবিও করেছে আইডিএফ।
/এএম

