Site icon Jamuna Television

হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা ইসরায়েলের

আইডিএফের হামলার পর দক্ষিণ লেবাননে ধোঁয়া উঠছে। ছবি: ফ্ল্যাশ৯০

উত্তেজনা কমছে না ইসরায়েল-লেবানন সীমান্তে। বৃহস্পতিবারও (২৩ নভেম্বর) লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় জোরালো হামলার দাবি করেছে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে হামলার ফুটেজ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানায়, ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়া হয়নি।

ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর পর থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে দেশটির হামলা পাল্টা হামলা চলছে। এখন পর্যন্ত তেলআবিবের হামলায় হিজবুল্লাহর ৭০-এর বেশি যোদ্ধা নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

/এএম

Exit mobile version