Site icon Jamuna Television

জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। পাশাপাশি আজ শুক্রবার (২৪ নভেম্বর) শেষদিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার কার্যক্রম চলছে।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে চলছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব। চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

শুক্রবার সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। রাজশাহী বিভাগের আসন থেকে যারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বিকেলে তাদের সাক্ষাৎকার নেয়া হবে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে মূল চ্যালেঞ্জ একটাই, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ। নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী তালিকা তৈরিতে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে, এমন প্রত্যাশা তাদের।

/এমএন

Exit mobile version