Site icon Jamuna Television

নির্বাচনে অংশ নেবে না সিপিবি

আসন্ন জাতীয় সংসদ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে মুক্তিভবনে সমাবেশে এই সিদ্ধান্ত জানান সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, সিপিবি নির্বাচন চায়। কিন্তু নির্বাচনের নামে প্রহসন, ভুয়া নির্বাচন চায় না। তাই এমন নির্বাচনে সিপিবি অংশ নেবে না। বরং জনগণকে এই নির্বাচন প্রতিহত করা আহ্বান জানান তিনি।

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অন্যান্য দল আওয়ামী লীগের সাথে আপস করতে পারে। কিন্তু সিপিবি আপস করবে না।

/এমএন

Exit mobile version