Site icon Jamuna Television

২৫ বন্দিকে মুক্তি দিলো হামাস

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর এবার শুরু হলো বন্দি বিনিময়। এরই মধ্যে ২৫ জনকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়াদের মধ্যে ১৩ জন ইসরায়েলি নাগরিক এবং ১২ থাইল্যান্ডের নাগরিক। খবর এপি’র।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে নিজ দেশের নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় ১৩ ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। রাফা সীমান্তের দিকে রওনা হয়েছে তারা। পরে সীমান্ত থেকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে করে তাদের নেয়া হবে।

তবে কোথায় কীভাবে রেড ক্রসের কাছে তাদেরকে হস্তান্তর করেছে হামাস সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাফা সীমান্তে পৌঁছাতে কতক্ষণ লাগবে তাদের সেটিও পরিষ্কার করে বলা হয়নি।

এএস/এনকে

Exit mobile version