Site icon Jamuna Television

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি জাকের পার্টির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাকের পার্টি। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দলটির বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের মহাসচিব শামীম হায়দার।

শামীম হায়দার জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। পরিবেশ সুষ্ঠু থাকলে ভোটে অংশ নেবে জাকের পার্টি। তবে অংশ নেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারা।

এএস/

Exit mobile version