Site icon Jamuna Television

বন্দিদের মুক্তিতে গাজায় উল্লাস

বন্দি স্বজনদের ফিরে পেয়ে উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিভিন্ন পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পান তারা। স্বজনদের কাছে ফিরে তাই যেন আবারও প্রাণ ফিরে পেলেন এসব মানুষ। খবর সংবাদ সংস্থা এপির।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে মুক্তি দেয়া হয় ইসরায়েলের কারাগারে থাকা বন্দি ফিলিস্তিনিদের। পরে কড়া নিরাপত্তায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

দীর্ঘদিন পর বন্দি স্বজনদের কাছে পেয়ে এসময় উল্লাসে মেতে ওঠে পরিবারের সদস্যরা। গাজার প্রধান সড়কে র‍্যালি চলে। আনন্দ মিছিলে যোগ দেন সাধারণ মানুষ।

এখন পর্যন্ত ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ২৫ জনকে। এরমধ্যে ১৩ ইসরায়েলির পাশাপাশি রয়েছেন ১২ জন থাই শ্রমিক ও একজন ফিলিপিনের নাগরিক।

এসজেড/

Exit mobile version