Site icon Jamuna Television

৪৮ দিন পর হামলামুক্ত সকাল গাজায়

৪৮ দিন পর হামলামুক্ত সকাল দেখলো গাজাবাসী। শনিবার (২৫ নভেম্বর) এখন পর্যন্ত গাজার কোনো এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতেও ইসরায়েলি হামলা বন্ধ ছিল। এর আগে গাজার অভ্যন্তর থেকে সরিয়ে নেয়া হয় ইসরায়েলি পদাতিক বাহিনীর সদস্যদের। ট্যাংক-সাঁজোয়া যান এবং বুলডোজারও ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়।

গাজা অস্ত্রবিরতি চুক্তির আওতায় হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। কাতারের মধ্যস্থতায় হামাসের সাথে এই সমঝোতায় আসে তেলআবিব। এর পাশাপাশি ত্রাণ প্রবেশ অব্যাহত আছে উপত্যকায়।

এদিকে, বন্দি স্বজনদের ফিরে পেয়ে উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিভিন্ন পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পান তারা। স্বজনদের কাছে ফিরে তাই যেন আবারও প্রাণ ফিরে পেলেন এসব মানুষ।

এসজেড/

Exit mobile version