Site icon Jamuna Television

বিএসপিএ অ্যাওয়ার্ড জিতলেন যমুনা টেলিভিশনের অলক হাসান

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় পুরস্কার ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২২’ এর বর্ষসেরা ‘এক্সক্লুসিভ’ রিপোর্টারের পুরস্কার জিতেছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার অলক হাসান।

আজ শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠিত ক্রীড়া সাংবাদিকদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

এই পুরস্কারের ‘এক্সক্লুসিভ’ ক্যাটাগরিতে এবার মনোনয়ন পেয়েছিলেন মাসুদ আলম (প্রথম আলো), অলক হাসান (যমুনা টেলিভিশন), একেএম ফয়জুল ইসলাম (চ্যানেল 24)। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও দ্বিতীয় রানার-আপ চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার এ কে এম ফয়জুল ইসলাম।

এছাড়া, ২০২২ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন চ্যানেল ২৪ এর ক্রীড়া সাংবাদিক মো. ইকরাম হোসাইন। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন সকাল-সন্ধ্যা ডটকমের সাংবাদিক রাহেনুর ইসলাম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জুবাইর।

সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান নাঈম। প্রথম রানার-আপ হয়েছেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মো. ইকরাম হোসাইন ও দ্বিতীয় রানার-আপ সকাল সন্ধ্যা ডটকমের রাহেনুর ইসলাম।

এবারও সাক্ষাৎকার ও ফিচার বিভাগে প্রিন্ট-অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় দেয়া হয়েছে আলাদা পুরস্কার। সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জুবাইর। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন নিউএজের স্টাফ রিপোর্টার ওয়াহিদ উল্লাহ বকুল এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার ডিএম সীমান্ত।

ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল ২৪ এর মো. ইকরাম হোসাইন। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন টি-স্পোর্টসের স্টাফ রিপোর্টার রিফাত মাসুদ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন চ্যানেল ২৪ এর সাদমান সাকিব।

প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ফিচার বা ডকুমেন্টরি বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ক্রীড়ালেখক রাশেদুল ইসলাম। প্রথম রানার-আপ হয়েছেন সকাল-সন্ধ্যা ডটকমের বদিউজ্জামান মিলন ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের রাহেনুর ইসলাম।

ফিচার বা ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়ায় রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন নাগরিক টিভির স্টাফ রিপোর্টার রাজিবুল ইসলাম। প্রথম রানার-আপ হয়েছেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার এসএম আশরাফুল আলম। দ্বিতীয় রানার-আপ হয়েছেন এখন টিভির এসকে শাওন।

স্পোর্টস ফটোগ্রাফি ২০২২-এ সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজের স্টাফ ফটো জার্নালিস্ট সনি রামানি। প্রথম রানার-আপ হয়েছেন কালের কন্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ এবং দ্বিতীয় রানার-আপ প্রথম আলোর স্পেশাল ফটো জার্নালিস্ট শামসুল হক টেংকু।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা অষ্টমবারের মতো আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এ অনুষ্ঠান।

/আরআইএম/এমএন

Exit mobile version