Site icon Jamuna Television

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

ছবি: সংগৃহীত

২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২০১৮ সালের পর সাদা পোশাকের লড়াই দেখতে পাবে সিলেটের দর্শকরা। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিটে দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্য নির্ধারিত করেছে বিসিবি। গ্রিণ গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। ৩০০ টাকা খরচ করতে হবে ক্লাব হাউজে বসে খেলা দেখতে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।ম্যাচের এক দিন আগে থেকে এবং ম্যাচের পাঁচ দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট, লাক্কাতুরা টিকেট কাউন্টার ও রিকাবিবাজারে সিলেট জিলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৫.৩০ পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবে দর্শকরা।

দুই দলই বেশ আগেভাগে সিলেটে পৌঁছে গেছে। টানা দুইদিন অনুশীলনের পর দুই দলই আজ ছুটি কাটাচ্ছে। ম্যাচের আগের দুই দিন আবার অনুশীলন করবে দুই দল।

/আরআইএম

Exit mobile version