Site icon Jamuna Television

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপু্র:

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম শিবচরের মাদবরচরের হিরু খানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে ইব্রাহিম আরো ২ বন্ধু নিয়ে জেলার শিবচরের মাদবরচরের গোল চক্কর এলাকার রেললাইনে ঘুরতে যায়। রাত ৮টার দিক ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হয় ইব্রাহিম। পরবর্তীতে বন্ধুরা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার এসআই শোভন বলেন, নিহত ইব্রাহিম তার বন্ধুদের সাথে বেড়াতে রেললাইনে গিয়েছিল। সেখানে অসাবধানতাবসত ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএস/এটিএম

Exit mobile version