Site icon Jamuna Television

চার ঘণ্টা পর মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল শুরু

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ রুটের বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে ভোর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।

সোমবার রাতে স্থানীয় কয়েকজন যুবকের সাথে এক শ্রমিকের বিরোধের জেরে এই অঘোষিত ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটসহ উত্তরবঙ্গের যাত্রীরা। টার্মিনালের সামনে বাসের জন্য অপেক্ষা করে থাকে অসংখ্য মানুষ। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Exit mobile version