Site icon Jamuna Television

রংপুরে বামজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

সরকারের পদত্যাগ দাবিতে রংপুরে বামজোটের বের করা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।

জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে জেলা বামজোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, পুলিশি নির্যাতন বন্ধসহ ৪ দফা দাবিতে মিছিল নিয়ে টাউন হলের দিকে যাচ্ছিলো। সুপার মার্কেট পার হয়ে ভাঙা মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের লাঠিচার্জে সিপিবি’র রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ সভাপতি আব্দুল কুদ্দুস, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি রীনা মুর্মুসহ ৫জন আহত হন।

এ ব্যাপারে ছাত্রফ্রন্ট নেত্রী রীনা মুর্মু বলেন, মিছিলের বিষয়ে তিনদিন আগে পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছি। তারপরও পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। আমিসহ আমাদের এক নারীনেত্রীকেও মেরেছে পুলিশ। তিনি জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

বিষয়টি সম্পর্কে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, অনুমতি না থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। কোনো লাঠিচার্জ করা হয়নি।

/এনকে

Exit mobile version