Site icon Jamuna Television

বেনাপোলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে পেট্রাপোল বন্দরে ধর্মঘট চলছে

বেনাপোলে পণ্য খালাসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘট পালন করছে সে দেশের ট্রাক শ্রমিক সংগঠন ও মালিক সমিতি। এতে চারদিন ধরে বাংলাদেশ অংশে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার পেট্রাপোল বন্দরে পণ্য প্রবেশ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সমঝোতার পরও বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাসে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। যদিও এই অভিযোগ নাকচ করেছে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন।

এদিকে ধর্মঘটের কারণে বন্দরে আটকা পড়েছে পণ্যবাহী সহস্রাধিক ট্রাক। এর মধ্যে মেশিনারি, গার্মেন্টস সামগ্রীর কাঁচামালের পাশাপাশি পচনশীল পণ্যও রয়েছে। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

Exit mobile version