Site icon Jamuna Television

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কাচিকাটা এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ।

সজল কুমার দ্বীপ বলেন, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহল দেয়ার সময় শুক্রবার নদীতে মৃত অবস্থায় ভাসছিল বাঘটি। পরবর্তীতে এটিকে উদ্ধার করা হয়। বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাঘের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন বন কর্মকর্তা সজল কুমার। ডায়েরিতে বাঘটির মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

এএস/এটিএম

Exit mobile version