Site icon Jamuna Television

ভোটারদের অভয় দিলেন ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রয়োগের জন্য প্রশাসন সব রকমের ব্যবস্থা নেবে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ইসি আহসান হাবিব।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন দিতে চায় কমিশন। অতীত থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার আশ্বাস দেন তিনি।

/এনকে

Exit mobile version