Site icon Jamuna Television

ইতালিতে বিরল দৃশ্য, তুষারে ঢাকা পর্বতে অগ্ন্যুৎপাত

ইতালির মাউন্ট ইটনায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

তুষারে ঢাকা পর্বতে ভয়াবহ আগুনের কুণ্ডলী! ইতালির মাউন্ট ইটনায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে দেখা মিলছে অভূতপূর্ব এমন দৃশ্যের। শনিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে উইয়ন নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে লাভা উদ্‌গিরণ শুরু করে আগ্নেয়গিরিটি। এরই মধ্যে সর্বোচ্চ দশ মাইল উচ্চতায় পৌঁছেছে লাভা। ফলে বিমান চলাচলের ক্ষেত্রে জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে অগ্ন্যুৎপাতের কারণে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অগ্ন্যুৎপাতের পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আশপাশের এলাকার থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রয়োজনও হতে পারে। ইতালির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। প্রতিবছরই লাভা উদ্গীরণ করে এটি।

/এআই

Exit mobile version