Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর)  দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

নিহত গোলাপ রহমান (৬৩) চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরে গোলাপ রহমান কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল ও পরবর্তীতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version