Site icon Jamuna Television

ফেসবুক লিডারশিপ প্রোগ্রামে নির্বাচিত সার্চ ইংলিশ-এর রাজীব আহমেদ

বাংলাদেশে ফেসবুক গ্রুপ Search English এর প্রতিষ্ঠাতা ও ই-কমার্স সংগঠন ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট রাজীব আহমেদ ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের অধীনে ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। এ জন্য ফেসবুকের পক্ষ থেকে তাকে ৫০ হাজার ডলার দেয়া হবে।

ফেসবুক কর্তৃপক্ষ পাঁচজন নির্বাচিত কমিউনিটি লিডার ও বিভিন্ন দেশের ১০০ জন ফেলো ও তরুণ অংশগ্রহণকারী নির্বাচন করেছে। স্থানীয় প্রকল্পের জন্য পাঁচজন কমিউনিটি লিডার ১০ লাখ ডলার করে পাবেন। অন্যরা ৫০ হাজার ডলার করে পাবেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন রাজীব আহমেদ। রোববার ফেসবুক কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম পেজে ওই ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন উদ্যোগ কমানো থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করা।

গত ফেব্রুয়ারি মাসে লিডারশিপ প্রোগ্রামের ঘোষণা দেয় ফেসবুক। কর্তৃপক্ষ জানিয়েছিল, এর অধীনে বাছাইকৃত কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সমর্থন ও অর্থসাহায্য দেয়া হবে।

ফেসবুক জানিয়েছে, তারা পুরো বিশ্ব থেকে ছয় হাজার আবেদন পেয়েছিল। যাচাইবাছাই শেষে ১১৫ জনকে নির্বাচন করা হয়েছে।

২০১৬ সালের জুলাইতে ‘সার্চ ইংলিশ’ গ্রুপ চালু করেন রাজীব আহমেদ। সবার জন্য উন্মুক্ত গ্রুপে যে–কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।

Exit mobile version