Site icon Jamuna Television

যুদ্ধবিরতি তোয়াক্কা না করে পশ্চিম তীরে হামলা ইসরায়েলের (ভিডিও)

ছবি: আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতি চললেও, পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। শনিবারও (২৫ নভেম্বর) ইহুদি বাহিনীর হামলায় প্রাণ গেছে ছয় ফিলিস্তিনির। রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাতভর চালানো অভিযানে ধরপাকড়ের শিকার হয় অনেকে ফিলিস্তিনি। জেনিন শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়, ইসরায়েলি সেনারা। মূল টার্গেট ছিলো শরণার্থী শিবির।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি হাসপাতাল ঘেরাও করেও গোলা ছোঁড়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের সদর দফতরেও চালানো হয় হামলা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একইদিনে, রামাল্লার কাছাকাছি ইসরায়েলের এক কারাগারের বাইরে হয় গোলাগুলি। গেলো দেড়মাসে, পশ্চিম তীরে চালানো ইসরায়েলের সাঁড়াশি অভিযানে প্রাণ গেছে ২২৯ ফিলিস্তিনির। যে তালিকায় ৫২ জনই শিশু।

/এআই

Exit mobile version