Site icon Jamuna Television

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপির মিছিল

সপ্তম দফা অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। তফসিল বাতিল এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবি তাদের।

রোববার (২৬ নভেম্বর) সকালে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় রিজভী বলেন, বেশ কয়েক বছর আগে মৃত এবং গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা শোনাচ্ছেন আদালত। এতে আবারও প্রমাণিত হয় বিএনপি নেতাকর্মীদের অবৈধ সরকারের নির্দেশে শাস্তি দেয়া হচ্ছে।

এদিকে, রাজধানীর পরীবাগ এলাকায় ঢাকা জেলা বিএনপি’র সদস্য সচিব নিপুন রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল।

এটিএম/

Exit mobile version