Site icon Jamuna Television

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ম্যান্ডেলার ভাস্কর্য উন্মোচিত

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে তার ভাস্কর্য উন্মোচিত হয়েছে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে। সোমবার ম্যান্ডেলার প্রতিকৃতি উন্মোচন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ম্যান্ডেলার সম্মানে শান্তি সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। এরপরই শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সম্মেলনে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দা এসপিনোসা বলেন, ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা হিসেবেই জাতিসংঘের এ আয়োজন।

বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন এ সম্মেলনে। মহান এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন তারা। নেলসন ম্যান্ডেলাকে অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শান্তি ও মানবিকতার প্রতীক হিসেবে জাতিসংঘে উচ্চ মর্যাদায় থাকবেন ম্যান্ডেলা, বললেন সংস্থাটির মহাসচিব।

Exit mobile version