Site icon Jamuna Television

যুদ্ধবিরতি দু’দিনে ৩৪০টি জ্বালানি ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়

ত্রাণবাহী ট্রাকের সামনে জড়ো হয়েছে ফিলিস্তিনিরা। ছবি: সিএনএন।

যুদ্ধবিরতির আওতায় দু’দিনে ৩৪০টি জ্বালানি ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করা ট্রাকগুলোর ৬৫টি পাঠানো হয়েছে উত্তর গাজায়। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেখানে পৌঁছায় ৩টি জরুরি পণ্যবাহী ট্রাক।

৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর, প্রথমবার গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা ঢুকলো। পাঠানো হয় চাল, ময়দা, চিনি ও চিকিৎসা সরঞ্জাম। স্থানীয় সরকার পরিচালিত একটি গুদামে রাখা হচ্ছে পণ্যগুলো। সেখান থেকে হবে বণ্টন।

ত্রান প্রসঙ্গে মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়েও সাতটি ট্রাক প্রবেশ করেছে গাজায়। এছাড়া, আল শিফা হাসপাতালে পাঠানো হয়েছে ১১টি অ্যাম্বুলেন্স, হাসপাতালের বেডসহ কিছু প্রয়োজনীয় সামগ্রী।

তবে হামাসের অভিযোগ, শর্ত অনুযায়ী যে ত্রাণ প্রবেশের কথা ছিলো, এখন পর্যন্ত তার অর্ধেকও প্রবেশ করেনি গাজায়।

/এআই

Exit mobile version