Site icon Jamuna Television

ইসরায়েলের সামরিক কারাগারের সামনে সহিংসতা, আহত ৪

ছবি: রয়টার্স।

ইসরায়েলের একটি সামরিক কারাগারের সামনে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ নভেম্বর) পশ্চিম তীরের রামাল্লার কাছে অফের কারাগারে রাতভর উত্তপ্ত ছিলো পরিস্থিতি। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, কারাবন্দি ফিলিস্তিনিদের অপেক্ষারত কয়েকশ স্বজনের সাথে সংঘাত হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর।

এসময় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি বর্ষণ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠি চার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত চার ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের গুরুতর আহত হয়েছে।

তবে কারাগারের ভেতর যাতে গোলমাল ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে দখলদার সেনারা। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

/এআই

Exit mobile version