Site icon Jamuna Television

‘৩০০ আসনেই প্রার্থী রয়েছে জাতীয় পার্টির, চূড়ান্ত ঘোষণা আগামীকাল’

তিনশ’ আসনেই মনোনয়ন ফরম জমা পড়েছে। আগামীকাল বিকেলের মধ্যে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় পার্টি। রোববার (২৬ নভেম্বর) তৃতীয় ও শেষ দিনের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের এসব কথা জানান পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন সকাল ১০টা থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা।

আজ নেয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার।

মনোনয়ন বোর্ডের সভাপতি, দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে উপস্থিত আছেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্য সদস্যরা।
/এমএইচ

Exit mobile version