Site icon Jamuna Television

বিএনপি নির্বাচনে এলে তা জাতির জন্য সৌভাগ্যের: সিইসি

বিএনপি নির্বাচনে আসলে তা জাতির জন্য সৌভাগ্যের হবে বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সময় ফুরিয়ে যায়নি।

রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহবান জানিয়ে সিইসি বলেন, বিএনপি আসলে পূনঃতফসিল হতে পারে। তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশীদের মিছিল, শোডাউনে আচরণবিধি ভঙ্গ হয়নি। কারণ তারা এখনও প্রার্থী হয়নি।

সিইসি বলেন, একই কারনে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠকেও বিধি ভঙ্গ হবে না। যদিও আচরণবিধির ১২ ধারায় বলা আছে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ২১ দিন আগে প্রচার করতে পারবেন না। এ নিয়ে প্রশ্ন হলে কোনো মন্তব্য করেননি সিইসি।

এটিএম/

Exit mobile version