Site icon Jamuna Television

নৌকার বিরুদ্ধে লড়বেন ব্যারিস্টার সুমন

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়ার পর এ ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন।

ভিডিও বার্তায় এই আইনজীবী বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকে, তাহলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো। মূল কথা হলো, নির্বাচন অংশগ্রহণমূলক যেন হয় তারওপর জোর দেয়া। সেটি নিশ্চিতে সবাইকে কাজ করতেও বলা হয়েছে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে ব্যরিস্টার সুমন বলেন, পরিশ্রম কখনও বৃথা যায় না। ঘাম কখনও প্রতারণা করে না। ফলে আমি আত্মবিশ্বাসী যে নির্বাচনে জিতবো। আর জয় পেলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার কথাও বলেন তিনি।

/এএস/এমএন

Exit mobile version