Site icon Jamuna Television

হাসি ফুটলো সাঈদ খোকনের মুখে

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে লড়বেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে ভোটে লড়তে পারেননি। সে সময় কান্নায় ভেঙে পড়েছিলেন সাঈদ খোকন। এই সিটির ভোটে দলের মনোনয়ন পান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ভোটে জয়ও পান তাপস। সাইদ খোকনের স্থলাভিষিক্ত হন তিনি।

ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বর্তমান সংসদ সদস্য। গত নির্বাচনে জোট সঙ্গী হিসেবে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

/এএস/এমএন

Exit mobile version