Site icon Jamuna Television

ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের ২৪ নারী প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। দ্রুত সময়ে এই আসন দুটিতে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে এ সময় জানান তিনি।

ঘোষিত আসনগুলোর মধ্যে ২৪টি আসনে ভোটে লড়াই করবেন নারী প্রার্থীরা।

তারা হলেন- গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এছাড়া, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, লক্ষ্মীপুর- ৪ আসনে ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার ভোটের লড়াইয়ে থাকছেন।


/এনকে

Exit mobile version