Site icon Jamuna Television

আজ ঘোষণা করা হবে জাপার চূড়ান্ত প্রার্থী তালিকা

দ্বাদশ সংসদ নির্বাচনে জন্য জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। রোববার (২৬ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মুজিবুল হক চুন্নু বলেন, মনোনয়ন দেয়ার বিষয়ে মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার। দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন।

এরইমধ্যে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। সবশেষ, গতকাল চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। এ সময় মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

এটিএম/

Exit mobile version