Site icon Jamuna Television

রসায়নে নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী

রসায়নে এবার নোবেল পেয়েছেন- যৌথভাবে সুইজারল্যান্ড, মার্কিন ও ব্রিটেনের তিন বিজ্ঞানী। তারা হলেন- ব্রিটিশ বিজ্ঞানী রিচার্ড হেন্ডারসন, সুইজারল্যান্ডের বিজ্ঞানী জ্যাকস ডুবোচেট এবং জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জোয়াশিম ফ্র্যাংক।

ক্রিয়ো ইলেক্ট্রন মাইক্রোস্কপির বিকাশে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের নোবেল পুরস্কার দেয়া হয়েছে। জিকা ভাইরাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা কাজে ক্রিয়ো ইলেক্ট্রন মাইক্রোস্কপির ভূমিকা অপরিসীম।

স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স আনুষ্ঠানিকভাবে বুধবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

Exit mobile version