Site icon Jamuna Television

ঢাকায় ফিরলেন পিটার হাস

সস্ত্রীক ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ফেরেন।

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন কলম্বো সফরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে যান ওয়াশিংটন ডিসি।

দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার হাস। তবে এর মধ্যেই ছুটিতে যাওয়ায় জন্য তাকে নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।

এটিএম/

Exit mobile version