Site icon Jamuna Television

বাঁচতে চাইলে ভোট বন্ধ করুন, কোনো কৌশল টিকবে না: মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর আগে, তফসিল ঘোষণা করে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে সুষ্ঠু ভোট হবে না উল্লেখ করে ভোট বন্ধের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের মিছিল পরবর্তী সমাবেশে এ আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

এসময় তিনি বলেন, গ্রামগঞ্জে ভোটের উৎসব নেই। বাঁচতে চাইলে ভোট বন্ধ করুন, কোনো কৌশল টিকবে না। দলগতভাবে নির্বাসনে যাবে আওয়ামী লীগ।

এসময় ডামি প্রার্থীর কথা উল্লেখ করে মান্না বলেন, আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে নিজেরাই ডামি প্রার্থী দিয়েছে। তবে জনগণ ভোট দেবে না। গ্রহণযোগ্য নির্বাচন হবে না বুঝতে পেরেই সিইসি বলেছেন, দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

কেউ কেউ দালালি করে নির্বাচনে অংশ নিয়ে এলাকায় যেতে পারছে না বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।

এসজেড/

Exit mobile version