Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপের সুপার ফোরের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

দুই ম্যাচ জিতে ভারত আগেই ফাইনাল নিশ্চিত করা আর আফগানিস্তান দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় দিনের একমাত্র এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবে অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে যাবার সুযোগ থাকছে ভারতের সামনে। দারুণ ছন্দে ছুটা এই দলটি মিডল অর্ডার নিয়ে কিছুটা ভাবনায় আছে। যদিও টপ অর্ডারের নিয়মিত পারফরম্যান্স তাদেরকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে দেয়নি। তাই এই ম্যাচে শুরুর একাদশের কয়েকজনকে বিশ্রাম দেয়ার চিন্তা করছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে এরআগে ভারতের সঙ্গে একবারই দেখা হয়েছিলো আফগানিস্তানের, যেখানে হার এড়াতে পারেনি রাশিদ,নবীরা।

আজকের খেলায় ৬৯৬ দিন পর ভারতের অধিনায়ক হয়েছেন মাহেন্দ্র ধোনি।

Exit mobile version