Site icon Jamuna Television

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ২৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

প্রার্থী ঘোষণা শেষে দলের মহাসচিব বলেন, ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী ২-১ দিনের মধ্যেই জানানো হবে।

প্রার্থীদের মধ্যে রংপুর-৩ আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। ঢাকা-১ থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবার মনোনয়ন চাননি বলেও জানান চুন্নু। তার সম্মানে তাই ময়মনসিংহ-৪ ফাঁকা রেখেছে জাতীয় পার্টি।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা এককভাবে নিজেদের প্রতীকে নির্বাচন করবো। এবার দলীয় মনোনয়ন থেকে কোনো এমপিকে বাদ দেয়া হয়নি। যারা নিজে থেকে আসতে চাননি, তাদেরকে বাদ দেয়া হয়েছে তা বলা যায় না।

এ সময় বিদ্রোহী প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল থেকে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version