Site icon Jamuna Television

এস কে সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছে: অ্যাটর্নি জেনারেল

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রতিনিয়ত বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি সতীর্থদের নিয়ে বইয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য ও বিচার বিভাগের জন্য মানহানিকর।

তিনি আরও বলেছেন, “আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় প্রধান বিচারপতি সিনহার সঙ্গে কেন বসতে চাননি- তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে। তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।” মঙ্গলবার সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব মন্তব্য করেন।

প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা।

সম্প্রতি এসকে সিনহার আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ প্রকাশিত হয়, যেখানে তিনি দাবি করছেন- তাকে সরকারের চাপ এবং হুমকির মুখে দেশত্যাগ করতে হয়েছে।

Exit mobile version