Site icon Jamuna Television

বিয়ের আসরে বরের গুলিতে কনে খুন, পরে আত্মহত্যা

প্রতীকী ছবি

থাইল্যান্ডে এক ক্রীড়াবিদ ও সাবেক সেনাসদস্য নিজের বিয়ের আসরে গুলি করে হত্যা করেছে কনেকে। এসময় কনের মা-বোনসহ চারজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার পর নিজে আত্মহত্যা করে ঘাতক বর। সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

গত শনিবার থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় এ ঘটনা ঘটে। এদিন ঘাতক চতুরং সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুয়েকের (৪৪) বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে চতুরং হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান ছেড়ে উঠে যান। কিছুক্ষণ পর একটি বন্দুক নিয়ে এসে এলোপাতাড়ি গুলি করতে থাকেন তিনি। এতে কনে, কনের মা (৬২) ও বোন (৩৮) নিহত হয়। এসময় ঘাতকের গুলিতে বিদ্ধ হয় আরও দুজন অতিথি। পরে তাদের হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, সেসময় চতুরং বেশ নেশাগ্রস্ত ছিল। তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এছাড়াও সে বৈধভাবে বন্দুক ও গোলাবারুদ কিনেছিল বলে জানায় পুলিশ।

অতিথিদের বরাত দিয়ে থাই গণমাধ্যম জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন তাদের মধ্যে ঝগড়া হয়। এছাড়া, তার ও কাঞ্চনার মধ্যে বয়সের ব্যবধানের কারণে চতুরং অনিরাপদ বোধ করছিল বলেও জানায় অতিথিরা।

/আরএইচ /এএম

Exit mobile version