Site icon Jamuna Television

ঢাবি ভর্তি পরীক্ষায় পাশ করেছে মায়ের কোলে চড়ে আসা সেই পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ করেছে মায়ের কোলে চড়ে আসা সেই হৃদয় সরকার। তিনি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৭৪০ তম হয়েছে। এবছর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে অংশ নিয়েছিলো ৩৩ হাজার ৮৯৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৭৪৭।

এদিকে মেধায় পাশ করলেই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধি কোটা পাওয়া যায়। আর তাই আশা করা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসে হৃদয়। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয়ের ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

Exit mobile version