Site icon Jamuna Television

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন 

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বাসটি টাঙ্গাইল থেকে মির্জাপুর ও সখিপুর রোডে যাতায়াত করে থাকে। সোমবার বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় হঠাৎ বাসের ভিতর ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। বাসে শুধু হেলপার ছিলো সে আগুন দেখেই বের হয়ে আসে। তবে বাসটির অনেকাংশই পুড়ে গেছে।  

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা। বাসটি থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএইচ

Exit mobile version