Site icon Jamuna Television

গাজায় মৃত্যু ১৫ হাজার ছাড়ালো

ছবি: ফাইল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে অন্তত ৬ হাজার ১০০ জন শিশু এবং প্রায় ৪ হাজার নারী রয়েছেন। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে ওইদিন থেকেই ফিলিস্তিনে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের বর্বরতা থেকে বাদ যায়নি হাসপাতালও। গাজায় ঢুকতে দেয়া হয়নি জ্বালানি, খাদ্যসহ জরুরি পণ্য।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে গাজায় চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতির শেষদিন সোমবার (২৭ নভেম্বর) আরও দুইদিন যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। অন্তত ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল একদিন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

/এনকে

Exit mobile version