Site icon Jamuna Television

গাজায় পৌঁছেছে আরও ১৫০ ত্রাণবাহী ট্রাক

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। ছবি: আনাদুলু এজেন্সি।

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আওতায়, গাজায় নতুনভাবে প্রবেশ করলো আরও দেড়শ ত্রাণবাহী ট্রাক। সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিসর থেকে রাফা ক্রসিং হয়ে উপত্যকায় প্রবেশ করে এসব ট্রাক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা সরঞ্জাম, খাবার ও ওষুধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগের প্রায় ৮ হাজার ভ্যাক্সিনও রয়েছে এবারের চালানে।

তাছাড়া যুদ্ধবিরতির কারণে জ্বালানি পাঠানোর অনুমতিও মিলেছে। এরই মধ্যে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামো চালু করতে দ্রুত জ্বালানি প্রয়োজন। সোমবার জাহাজে এক হাজার টন ত্রাণ পাঠায় সৌদি আরব।

/এআই

Exit mobile version