Site icon Jamuna Television

ইয়েমেন উপকূলে ইসরায়েলি জাহাজ জব্দ, উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী

মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস মেসন। ছবি: আল জাজিরা।

এডেন উপসাগরের ইয়েমেন উপকূলে অজ্ঞাত অস্ত্রধারীদের হাতে আটক হওয়া ইসরায়েলি ট্যাংকার উদ্ধার করেছে মার্কিন নৌ-বাহিনী। সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুসারে, রোববার সেন্ট্রাল পার্ক নামের ইসরায়েলি-মালিকানাধীন ট্যাংকারটি জব্দ করে অস্ত্রধারীরা।

প্রতিরক্ষা বিভাগ জানায়, ট্যাংকারটি ফসফরিক অ্যাসিড বহন করা হচ্ছিল। ট্যাংকারের বিভিন্ন দেশের ২২ ক্রু অবস্থান করছিলেন। এসময় সেটিকে ইয়েমেন বন্দরের নিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।

সোমবার রাসায়নিকবাহী ট্যাংকারটি উদ্ধারে অভিযান চালায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন। এসময় অস্ত্রধারীরা নৌকায় করে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করে মার্কিন নৌবাহিনী। অস্ত্রধারীরা কোনো দেশের তা এখনও প্রকাশ করা হয়নি।

/এআই

Exit mobile version