Site icon Jamuna Television

৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া’র জনসভা

৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে জনসভা করবে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসবভনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৈঠকে জাতীয় ঐক্য এগিয়ে নিতে কাজ এগিয়ে নেয়ার কথা জানানো হয়। স্বাধীনতাবিরোধী শক্তিকে বাদ দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠনের কথা বলেন ডা. বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির পক্ষে থেকে বৈঠকে পর্যবেক্ষক হিসাবে অংশ নেন দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মুহমুদ টুকু। ২৭ তারিখ বিএনপির জনসভার পর জাতীয় ঐক্য প্রক্রিয়ার লিয়াজু কমিটির চুড়ান্ত করার আহ্বান জানানো হয়।

Exit mobile version