Site icon Jamuna Television

মক্কা থেকে মদিনায় দ্রুত গতির ট্রেন সার্ভিস চালু

আজ মঙ্গলবার সৌদি আরবের বাদশা সালমান মক্কা থেকে মদিনায় দ্রুত গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন। এতে করে আগের থেকে এই দুই পবিত্র শহরে যাতায়াতের সময় অর্ধেকে নেমে আসবে। এই সার্ভিস চালু করতে ব্যয় করা হয়েছে ৬.৭ বিলিয়ন ইউরো।

ধারণা করা হচ্ছে প্রতিবছর এই ট্রেনে করে ৬০ মিলিয়ন যাত্রী যাতায়াত করবে। আগামী সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে এই সার্ভিস চালু হবে। এই নতুন ট্রেন সার্ভিস স্পেনর এক কোম্পানি তৈরি করে। আর বাদশার নিজস্ব ফান্ড থেকে এই ট্রেন সার্ভিস নির্মাণে বিনিয়োগ করা হয়।

এই ট্রেনে করে যাতায়াতের সময় যাত্রীরা বই, ম্যাগাজিন পড়ার সুবিধা পাবে। এমনকি কফি খেতে খেতে টিভি দেখার সুযোগও পাবে।

কর্তৃপক্ষ দাবি করছে এই ট্রেন সার্ভিস চালু হলে পর্যটন খাতে উন্নয়ন হবে এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে।

Exit mobile version