Site icon Jamuna Television

নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগ্রহে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব

নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগ্রহ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব মো জাহাংগীর আলম।

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা আসার পর তাদের ব্যবস্থাপনা নিয়ে বৈঠক হয়েছে। তাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রস্তুতিমূলক সভা হয়েছে বলেও জানান ইসি সচিব।

তিনি আরও বলেন, বিমানবন্দর, হোটেলে হেল্প ডেস্ক, নিরাপত্তায় পুলিশ, স্বাস্থ্যসেবা কীভাবে দেয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে। ৭ ডিসেম্বরের পর নিজ খরচে আসা পর্যবেক্ষক ও সাংবাদিক এবং ১৫ ডিসেম্বরের পর কমিশনের আমন্ত্রিতদের সংখ্যা চূড়ান্ত হবে বলেও জানান মো. জাহাংগীর আলম।

এসজেড/

Exit mobile version