Site icon Jamuna Television

বিয়ের পরদিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী, হবে অস্ত্রোপচার

টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে আলোচনা শেষ হতে না হতেই আরেক খবর এলো গণমাধ্যমে। সোমবারই (২৭ নভেম্বর) ঘনিষ্ঠ বন্ধু ও গায়ক অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সাথে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। তবে শোনা গেলো বিয়ের পরদিনই অর্থাৎ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে পশ্চিমবঙ্গের ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে পিয়া। সেখানে আগামী সোমবার অস্ত্রোপচার করা হবে পিয়ার।

বেশ কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সেই সমস্যার কথা তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে জানিয়ে স্টেটাস দেন পিয়া। ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই সমস্যা সম্প্রতি আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে বিয়ের পরদিনই তড়িঘড়ি হাসপাতালে ছুটেছেন পরমপত্মী। পিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় কম সময়ের মধ্যেই অস্ত্রোপচার করা হবে। তবে এখন তিনি কেমন আছেন তা জানা যায়নি।

এসজেড/

Exit mobile version