Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের জন্য সহায়তা নিয়ে মিশরে বাংলাদেশি যুবক

ফিলিস্তিনি জনগণের জন্য গাজায় সহায়তা পাঠাতে বাংলাদেশ থেকে মিশর ছুটে গিয়েছেন এক যুবক।

তার নাম প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি আমেরিকাভিত্তিক বাংলাদেশি এনজিও ‘আশ’ ফাউন্ডেশনের সভাপতি। মিশরের এনজিও সংস্থা ‘ইজিপশিয়ান ফুড ব্যাংক’ ও ‘ইজিপশিয়ান ইয়ুথ কাউন্সিল’র সঙ্গে যৌথভাবে গাজায় মানবিক সাহায্য পাঠাচ্ছেন‌ তিনি।

কায়রোতে গিয়ে বাংলাদেশ দূতাবাসে শুরুতে সহযোগিতা পাননি নাছির। পরবর্তীতে, মিশর সরকার অনুমোদিত ইজিপশিয়ান ফুড ব্যাংকের সহায়তায় দুই হাজার পরিবারের জন্য খাবার এবং পানি পাঠানোর কথা জানান।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজায় সবাই খাবার পাঠালেও মৃতদেহ দাফনের জন্য কাফনের কাপড় পাঠাচ্ছে না কেউ। তাই ৫০ জন নারী, ৫০ জন পুরুষ ও ১১০ জন শিশুর জন্য আঁতর, সাবানসহ কাফনের কাপড়ের সেট তৈরি করে পাঠিয়েছেন নাছির।

এএস/

Exit mobile version