Site icon Jamuna Television

আবারও শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ লাইন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় ৩০ সে.মি পানি হ্রাসসহ গত ৩দিনে ৭৫ সে.মি. পানি কমে নাব্যতা সংকট প্রকট হয়ে পড়ায় আজ মঙ্গলবার রাত ৮ টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটে ও লৌহজং টার্নিং এ বড় ধরনের চর জেগে উঠায় সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর ৪/৫ টি ফেরি হালকা যানবাহন নিয়ে দিনভর কোনরকমে চলাচল করেছিল। তবে রাত ৮ টার পর আবারও সকল ফেরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে উভয় ঘাটে এ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাসসহ ৭ শতাধিক যানবাহন আটকে পড়ে। যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তি পড়েছেন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, পদ্মায় দ্রুত পানি কমায় নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। দিনের বেলা হালকা যানবাহন নিয়ে কয়েকটি ফেরি পারাপার হতে পারলেও রাতের বেলা ফেরিগুলো আর চলাচল সম্ভব হচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

Exit mobile version